সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

মানব কল্যাণ পরিষদের ২১ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৩.৩৪ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে ২১ বছর পূর্তি উৎসব করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (২১ জুলাই) দিনব্যাপী নারায়ণগঞ্জের চৌরঙ্গী পার্কের ফ্লোটিং রেস্টুরেন্টে আনন্দ মুখর পরিবেশে বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়।

 

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের ২১ বছর পূর্তি উৎসব উদ্বোধন করেন রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার এর অফিসার ছাবিকুন নাহার, ইনসিয়ার চেয়ারম্যান নারী উদ্যোক্তা সায়মা শাহিদা ইসলাম ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার।

সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েশের সাবলীল ও সৃজনশীল উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের
মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ নাজমুল হাসান রুমি, শিক্ষা বিষয়ক সচিব ইফতেসাম, প্রচার ও দপ্তর সচিব আকবর হোসাইন জনি, ডাঃ নেহাল দাস ও নারী উদ্যোক্তা মাজেদা হোসাইন মিতা।

প্রাণবন্ত অনুষ্ঠানে লেখা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, কবি মামুন বাবুল, সঙ্গীত পরিবেশেন করেন কণ্ঠশিল্পী রোকসানা পারভীন পিংকী, নুসরাত ইসলাম, ফাহমিদা খানম, নৃত্য পরিবেশন করেন রিমি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিঃ মোঃ রেজাউল করিম রাজিব, নারী উদ্যোক্তা আমেনা বেগম সোনিয়া, সাজিয়া সুলতানা সাথী, ইমু আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা কোহিনুর আক্তারকে সম্মাননা এ্যাওয়ার্ড ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী জিএম মোস্তফা এবং ফাহমিদা হক
ইলাকে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও শুভেচ্ছা উপহার গ্রহণ করেন বোরহান উদ্দিন শিপন।

২১ বছর পূর্তিতে মানব কল্যাণ পরিষদ শীঘ্রই বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন করে গুণী ব্যক্তিদের সম্মাননা এ্যাওয়ার্ড ধারাবাহিক ভাবে তুলে দিবে এবং মানবিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তি, নারী উদ্যোক্তা, অসুস্থ রোগী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের ২১ জন করে

সহায়তা প্রদান করা হবে বলে অনুষ্ঠানের আয়োজকরা তাদের বক্তব্যে তুলে ধরেন। শুধু তাই নয় সফলতা ও ব্যর্থতার গল্প তুলে ধরে উল্লেখযোগ্য ঘটনাগুলো মানবিক গুণাবলীর মাধ্যমে প্রকাশ করা হয় এবং মানব কল্যাণ পরিষদের সকল সদস্য ও কর্মীদের আরও সক্রিয় হয়ে ওঠার আহ্বান জানান নেতৃবৃন্দ। সেই সাথে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort