মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মানবতার সেবায়ও অগ্রগামী লজিক অফ নারায়ণগঞ্জ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ৯.৩০ পিএম
  • ১০৬ বার পড়া হয়েছে

বিতর্ক প্রেমের সুত্র ধরে এবং Logic of Narayanganj এর পতাকা কাধে নিয়ে শুরু করা যাত্রার বিগত ১ বছরের পথচলায় ৪-৫টি সফল ইভেন্টের মাধ্যমে লজিক অফ নারায়ণগঞ্জ পৌছে গেছে প্রায় ৫০০ জন বিতর্কপ্রেমীদের কাছে।নিজেদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে মেধাবী, দক্ষ এবং সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবকল্যানে সরাসরি অবদান রাখার জন্য ১লা এপ্রিল ২০২৩ থেকে যাত্রা শুরু করে Logic of Narayanganj এর সেবা শাখা ‘Serve wing’, যেখানে বিগত দুই মাসে বেশ কিছু সফল ইভেন্টের মাধ্যমে সার্ভ উইং ছড়িয়ে দিয়েছে ভালোবাসার আলো।সে লক্ষ্যে রমজান মাসের শেষ ৬ দিনে প্রায় ৩০০ জনকে ইফতার বিতরণ এবং প্রায় ৫০ জন শিশুকে রাঙিয়ে তোলা হয়েছিলো মেহেদীর রঙে।

জুন মাসে বেশ কিছুদিন যাবত বাহিরে প্রচন্ড তাপদাহ চলায়,তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পরে জনজীবন।সেখানে তুলনামূলক বেশি কষ্ট করে খেটে খাওয়া মানুষেরা এবং পথচারীরা। এর পাশাপাশি তারা থাকে হিট স্ট্রোকের মারাত্মক ঝুকিতে,এসব কথা মাথায় রেখে Serve Wing,Logic of Narayanganj এর পক্ষ থেকে খাবার স্যালাইন বিতরণের পরিকল্পনা গ্রহন করা হয়।এবার আরো একটি উদ্যোগের পরিকল্পনা বাস্তবায়নের পালা।Serve wing-Logic of Narayanganj এর উদ্যোগে গত ২৬শে জুন প্রায় ২৫০ জন পথচারীদের মাঝে স্যালাইন পানি বিতরণ হয়।এবং আগামীতে আরো বিস্তর প্রেক্ষাপটে সেবামূলক কাজের মাধ্যমে মানবতার কল্যাণে এগিয়ে আসতে বদ্ধ পরিকর সার্ভ উইং এবং লজিক অফ নারায়ণগঞ্জ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort