স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের ১৮৮ মোবারক শাহ রোড,১নং বাবুরাইল শেষমাথা এলাকার একসময়ের বাকরখানী বিক্রেতা তোফাজ্জল হোসেন তফুর ছেলে রাসেল মাহমুদ জনি।
ছোটবেলা থেকে বখাটে হয়ে যাওয়া জনি লেখাপড়ার গন্ডি প্রাথমিক পেড়োয়নি।
নানা ধরনের মানুষের সাথে মেশার কারনে সে ছোটবেলা থেকেই খারাপ পথে পা বাড়ায়।ফলে প্রতারনা,জালিয়াতি,বাটপারি সবই রপ্ত করে সে কিশোর বয়সেই।
মানুষের সাথে প্রতারণা করেই সে স্থির থাকেনি,নিজ আত্মীয় -স্বজন রেহাই পায়নি তার প্রতারণার কবল থেকে।
প্রতারক জনিকে বিশ্বাস করে আমেরিকা প্রবাসী মো: মেসবাউল হক কয়েকবারে প্রায় ২০ লাখ টাকা দিয়েছিলেন তার নিজের সম্পত্তিতে দালান কোঠা করার জন্য। জনি সেই টাকা নিয়ে জুয়া খেলে নষ্ট করেছে বলে সূত্রে জানাগেছে।জনি একজন পাক্কা জুয়ারি, সে জুয়া খেলার জন্য বিমানে চড়ে বিভিন্ন দেশে আসা-যাওয়া করে।পরের ধনে পোদ্দারি করা তার নেশা।
এখন প্রবাসীর সেই টাকার হিসেবতো দেয়ইনা,উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেয় মহাপ্রতারক রাসেল মাহমুদ জনি।এব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিয়োগ জমা দিয়েছেন ওই প্রবাসী।
এদিকে,মহাপ্রতারক জনির বিরুদ্ধে নরশিংদীতে ৬৫শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে বিক্রির অভিযোগ পাওয়া গেছে,নরশিংদী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারনা মামলা চলমান রয়েছে।এছাড়া নরশিংদী থানাতেও মামলা রয়েছে।পাশাপাশি ভুক্তভোগী অনেকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে।সূত্র জানায় মহাপ্রতারক জনির অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে স্থানীয় সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভার দ্বারস্থ হয়েছেন ওই প্রবাসী।