১০ দফা দাবিতে পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
চাষাঢ়াস্থ শহিদ মিনার থেকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয়ে পুরান কোর্ট, ফলপট্টি, চেম্বার রোড,ডিআইটি, নিতাইগঞ্জ হয়ে বাপ্পি চত্বর এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তীর সভাপতিত্বে গণপদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক নিখিল দাস, সিপিবির কেন্দ্রীয় সদস্য মন্টু ঘোষ, বাসদ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, জেলার সদস্য সেলিম মাহমুদ, সিপিবি নেতা দুলাল সাহা ,আব্দুল হাই শরীফ প্রমুখ ।
নেতৃবৃন্দ বলেন, দেশ আজ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। সরকার উন্নয়নের ঢাক-ঢোল পেটালেও দেশের মানুষের বেঁচে থাকা আজ দুরুহ হয়ে পড়েছ্। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। ৬৮% মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে।
সম্প্রতি সরকার ডিজেল- পেট্রোলসহ জ্বালানির মূল্য প্রায় ৫১ শতাংশ বাড়িয়ে পরে লিটারে ৫ টাকা কমিয়ে জনগণের সাথে তামাশা করছে। এই ভয়াবহ লোডশেডিংএর মধ্যে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে সরকার।
নেতৃবৃন্দ আরো বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার আজ নির্বাসিত। দলীয় সরকারের অধীনে ভোটের প্রতি জনগণের বিন্দু মাত্র আস্থা নেই। গত ২ বার ভোট বিহীন ও ভোটচুরির মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আবার ক্ষমতায় আসতে ভিন্ন কায়দায় মেশিনে ভোট চুরির মাধ্যমে ফন্দি করেছে সরকার। নির্বাচন কমিশন সরকারের তলিপবাহকে পরিনত হয়েছে।
সরকারের ইচ্ছায় ১৫০ আসনে ইভিএম এ নির্বাচনের ঘোষণা করেছে এবং ৯ হাজার কোটি টাকার ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের অনিয়ম দুর্নীতি, লুটপাট ও ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে গড়ে উঠা আন্দোলন দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন জারি করেছে । গুম, খুন-হত্যা-নির্যাতন ও ভোট কারচুপির মাধ্যমে সরকার ক্ষমতায় থাকতেন চায়।
নেতৃবৃন্দ দলীয় সরকারের অধীনে নয়, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে কালো টাকা, পেশী শক্তি, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা মুক্ত পরিবেশে নির্বাচন দেয়ার দাবি জানান।