নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্যতম মেগা প্রকল্প ভূলতা ফ্লাইওভারে দিনের আলোয় জ্বলছে লাইট। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে চলছে বিদ্যুতের অপব্যবহার। গত বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভূলতা ফ্লাইওভারের লাইটগুলো জ্বলতে থাকতে দেখা যায় ৬ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে ভূলতা ফ্লাইওভার ঘুরে দেখা যায়, ভূলতা ফ্লাইওভারের প্রতিটি এলইডি লাইট জ্বলছে। এছাড়া স্থানীয়রাও এই লাইটগুলো জ্বলার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভূলতা ফ্লাইওভারের টেকনিশিয়ান আব্দুল রশিদ পহেলা ডিসেম্বর লাইটগুলো জ্বালায় কিন্তু এখন পর্যন্ত লাইটগুলো নিভানো হয় নাই।
আর বিদ্যুতের এমন অপব্যহারের ফলে বিদ্যুৎ বিল চুকাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। এর আগেও বিল পরিশোধ করতে না পারায় নারায়ণগঞ্জ-২ পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটি কেটে দেয়। ফলে অনেক দিন আলোহীন হওয়ায় অরক্ষিত হয়ে পড়ে ছিলো ভূলতা ফ্লাইওভার।
আর সৃষ্টি হয়ে ছিলো একরকম ভূতুড়ে পরিবেশ। এতে করে ৩৫৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভূলতা ফ্লাইওভারটিতে ছিনতাইসহ প্রতিনিয়ত ঘটেছিলো নানা অপরাধ।
উপজেলার গোলাকান্দাইল এলাকার স্থায়ী বাসিন্দা ও ফ্লাইওভারের নিচে চা দোকানী বলেন, আজ কয়েক দিন ধরে ফ্লাইওভারের বাতিগুলা জ্বলতাছে। আপনারা তো পেপারে লেখেন এইডা নিয়ে লেখতে পারে না। অখন দিনেও জ্বলতাছে কয়েকদিন পরে দেখবেন রাইতেও জ্বলতো না।
দুপুর বেলা ভূলতা ফ্লাইওভারের লাইটগুলো জ্বলতে দেখে টেকনিশিয়ান আব্দুল রশিদকে মোটো ফোনে কল করিলে তিনি বলেন, আমি ঢাকা আছি। লাইট জ্বলার বিষয়ে বলেন, লাইটগুলো অটো সন্ধ্যায় জ্বলবে আর সকালে বন্ধ হবে। সারাদিন জ্বলার বিষয়টা আমার জানা নেই।