নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা ভূইগড় এলাকায় আবাসিক এলাকা রূপায়ন টাউন এর মালিক পক্ষদের উপর প্রভাব খাঁটাতে ও আবাসিক এলাকা নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে ভূইগড় এলাকার মৃত: আলী হোসেন এর পুত্র মোঃ তোফায়েল হোসেন লিটন(৫৯)। আওয়ামী সরকারের পতনের পর নাজিমুদ্দিন চেয়ারম্যান পলাতক হবার পর বিএনপির নাম ভাঙ্গিয়ে ও কুতুবপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির এক নেতার ভাগিনা পরিচয় বহন করে ক্ষমতার দাপটে লিটন তার সঙ্গীয় লোকজন নিয়ে রূপায়ন টাউন এলাকা নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। লিটনের বিরুদ্ধে এম এ হোসাইন রাজ (৩৬) এর নিকট ৫ লক্ষ টাকার চাঁদাদাবীসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে রূপায়ন টাউন এর ফ্লাট মালিক সিরাজ উদ্দিন আহমেদ এর পুত্র ভুক্তভোগী এম এ হোসাইন রাজ প্রতিকার পেতে ফতুল্লা থানায় একটি অভিযোগ করেছেন বলে জানা যায়।
ভুক্তভোগী এম এ হোসাইন রাজ ঘটনার বিবরণে বলেন, আমি ফতুল্লা থানাধীন ভূইগড় রূপায়ণ টাউনের একজন স্থায়ী বাসিন্দা এবং ৩/৪টি ফ্ল্যাট ক্রয় করিয়া দীর্ঘ ১০ বৎসর যাবৎ ভোগ দখলে নিয়োজিত আছি। মোঃ তোফায়েল হোসেন লিটন সঙ্গীয় অজ্ঞাতনামা ৪/৫ জনদের লোকজন নিয়ে আমার নিকট বিভিন্ন সময় অযৌক্তিক দাবী দাওয়া উপস্থাপন করে এবং তাহার কথা মতো চলতে বলে। আমি তাহাদের দাবী দাওয়া মানিয়া না নেওয়ায় তাহারা বিভিন্ন সময় নানন ধরনের হুমকি প্রদান সহ ভয়-ভীতি প্রদর্শন করে। এ সূত্রধরে গত ৭ ফ্রেরুয়ারী তারিখ সকালর অনুমান- ১০.০০ ঘটিকার সময় লিটন তার দলবল নিয়ে ভূইগড় রূপায়ন টাউনের ২৩নং বিল্ডিংয়ের নিচে আমাকে দেখিতে পাইয়া আমার নিকট অযৌক্তিক ভাবে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আমি তাহার দাবী দাওয়া মানিয়া না নিলে সে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়া চলিয়া যায়। পরবর্তীতে ইং- ০৮/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান- ১২.০০ ঘটিকার সময় পুণরায় আমার নিকট আসিয়া ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আমি রাজি না হওয়ায় তাহারা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। একপর্যায়ে তাহারা হুমকি দেয় যে, তাহাদের দাবী দাওয়া মানিয়া না নিলে আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে বড় ধরনের ক্ষতি সহ জীবনের তরে শেষ করিয়া ফেলিবে নচেৎ রূপায়ন টাউন ছাড়িতে বাধ্য করিবে। লিটনের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিকার পেতে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু থানায় অভিযোগ করার পর থেকে লিটন আরো বেপরোয়া হয়ে উঠে। সে আইন আদালতকে ভয় না পেয়ে উল্টো আমাকে অভিযোগ তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে। তাহাদের হুমকিতে আমি সহ আমার গোটা পরিবারের লোকজন এখন ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। তাই নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।
স্থানীয় এলাকাবাসীর বক্তব্য মতে জানা যায়, লিটন একজন একরোখা বেপরোয়া ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সে তার নিজের প্রভাব খাটাতে এলাকায় মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। তার গতিপথ রোধ করতে না পারলে ভূইগড় ও রূপায়ন টাউন এলাকায় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই সাথে সন্ত্রাসের নগরীতে পরিনত হতে পারে। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় লিটনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে জোড়ালো ভাবে আইনী পদক্ষেপ জরুরি বলে দাবি জানান রুপায়ন টাউনের বসবাসকারীরা।