
সোনারগাঁও বি এন পিতে ৭-৮জন প্রার্থী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করছে,সবাই মাঠে তৎপর হয়ে বি এন পি কে এই আসনে বিজয় উপহার দিতে রাত দিন সরব হয়ে কাজ করছে।সকল প্রার্থীদের মধ্যে জামপুর ইউনিয়ন বাসির মনোনয়ন প্রত্যাশী মুজাহিদ মল্লিক বি এন পির একজন আদর্শ ও কঠোর পরিশ্রমীক নেতা হিসেবে সুপরিচিত, মুজাহিদ মল্লিক বি এন পির জন্য বিগত সময় জেল জুলুম সহ অনেক হয়রানির শিকার হয়েছেন,এই নেতা সোনারগাঁও প্রতিটি মানুষের মাঝে ঘরে ঘরে পৌঁছে সকলের কাছে ৩১ দফার দাওয়াত পৌঁছে দিচ্ছেন,সাধারণ মানুষ মনে করেন অন্যন্য নেতার বিভিন্ন অভিযোগ সহ জনমনে বিভিন্ন মতবাদ রয়েছে, সেই দিক থেকে মুজাহিদ মল্লিক একজন জনপ্রিয় ও সাধারণ জনগণের মনের মধ্যে খুব অল্প সময়ে জায়গা করে নিতে সক্ষম হন,সাংবাদিকদের জরিপে দেখা যায় কিছুদিন আগেও প্রার্থীদের তালিকায় ৫-৬নাম্বারে ছিল এই মনোনয়ন প্রত্যাশী মুজাহিদ মল্লিক, তবে এখন দেখা যায় সেই তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন এই নেতা,তার বিরুদ্ধে কোন অর্থ আত্মসাৎ বা দখলবাজি, চাঁদাবাজি,দুর্নীতি এমন কোন অভিযোগ পাওয়া যায় নি,তবে সাধারণ জনগণের মাঝে একটি প্রশ্ন গোরপাক খাচ্ছে, সব হেভিওয়েট প্রার্থীদের মাঝে তার অবস্থান কতদিন টিকে থাকতে পারে সেটা নিয়ে কিছুটা সংশয় রয়েছে বলে জানা যায়।