ভারত সফরে নাগপুর টেস্টে অভিষেকে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার টড মার্ফি।
অভিষেক টেস্টে ঘূর্ণিজাদুতে ভারতের ৫ তারকা ব্যাটসম্যানকে আউট করেন মার্ফি। প্রথম ইনিংসেই ব্রেট লি, প্যাট কামিন্সদের রেকর্ডে ভাগ বসালেন অস্ট্রেলিয়ার এই অফস্পিনার।
বৃহস্পতিবার প্রথম দিনেই উইকেট পেয়েছেন মার্ফি। লোকেশ রাহুলকে কট এন্ড বোল্ড করেন তিনি।
শুক্রবার দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলির পর শ্রীকর ভরতকে এলবিডব্লিউ আউট করে সাজঘর ফিরিয়ে কীর্তি গড়েন মার্ফি।
অস্ট্রেলিয়ার ৩৫তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার। অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে ব্রেট লি ও প্যাট কামিন্সেরও।
নাগপুর টেস্টের প্রথম ইনিংসে রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার (১২০) সেঞ্চুরি আর রবিচন্দ্রন অশ্বিন ও আকসার প্যাটেলের অনবদ্য ৬৬ ও ৫২ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ করে ৭ উইকেটে ৩২১ রান।