শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

বেগম নাগিনা জোহা সড়কের দু’পাশে সরকারি জমি দখলের মহোৎসব

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪.০১ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

বেগম নাগিনা জোহা সড়কের আইটি স্কুল সংলগ্ন চৌরাস্তার মোড়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সড়ক বিভাগের জায়গা দখল করে দোকান-পাট নির্মাণের উৎসব চলছে।

 

ঐ এলাকার চৌরাস্তার মোড়ে দক্ষিণ-পূর্ব দিকে নাসিক ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইছহাক আলীর স্থাপনা নির্মাণের পর এবার দক্ষিণ-পশ্চিম দিকে জায়গা ভরাট করে রবিন ওরফে ‘শুটকি রবিন’ নামে এক ব্যক্তি দোকান নির্মাণ করছেন।

 

সিটি কর্পোরেশনের জায়গায় নিয়ে আদালতে মামলা চলমান অবস্থাতেই বহাল তবিয়তে সরকারি জায়গা দখল করে চলছে এসব নির্মাণ কাজ। এ বিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত সংবাদও প্রকাশ হয়ে আসছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোন মাথা ব্যাথা নেই!

ঐ এলাকায় বহাল তবিয়তে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন আওয়ামীলী লীগ নেতা ইছহাক আলী। রাজনৈতিক এক বড় ভাইয়ের নির্দেশে তিনি এসব দোকান-পাট নির্মাণ করছেন বলে দাবি করেন তার ছেলে রাসেল। সরকারি জমি দখল বিষয়ে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও হুশ হচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এনিয়ে এলাকায় একদিকে ক্ষোভ, অপরদিকে চলছে তীব্র সামলোচনা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক বাসিন্দা জানান, কয়েকদিন ধরেই প্রভাবশালী কয়েকজন ব্যক্তি সড়কটির পাশের জায়গা দখল করে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে দোকান-পাট নির্মাণ করছেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশ হচ্ছে। এরপরও কর্তৃপক্ষের কোন ব্যবস্থা নেই। এমন হলে আশেপাশে আরো অবৈধ স্থাপনা গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।

জমি দখল করে স্থাপনা নির্মাণের সংবাদ প্রকাশ করলে দখলকারী আওয়ামীলীগ নেতার ছেলে রাসেল মোবাইল ফোনে গণমাধ্যম কর্মীকে বলেন, ‘বড় ভাইয়ের নির্দেশে নির্মাণ কাজ চলছে। ‘বড় ভাই কে? জানতে চাইলে তিনি বলেন, বড় ভাই হচ্ছে আমির ভাই। তার নির্দেশনায় কাজ হচ্ছে।

 

‘আমির ভাই কে? জানতে চাইলে বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে জানেন, তাছাড়া মতি ভাইয়ের কাছে জানতে পারেন আমির কে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও মতির সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমির নামে কাউকে চিনেন না।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পাঠানটুলী আইটি স্কুল সংলগ্ন সড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে একাধিক দোকান-পাট নির্মাণ করছেন নাসিক ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইছহাক আলী এবং রবিন। রেললাইন চৌরাস্তার মোড়ে পূর্ব-দক্ষিণ ও পশ্চিম-দক্ষিণ পাশে এসব দোকান-পাট নির্মাণ করা হচ্ছে। পূর্বে এই জায়গা নিয়ে কয়েক দফায় মারামারির ঘটনাও ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আদমজী-চাষাঢ়া সড়কের সংযোগস্থল চৌরাস্তার পূর্ব-দক্ষিণ পাশে পরিত্যাক্ত একটি জলাশয়ের উপর স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থাপনার পাশে তিনটি সাইনবোর্ড লাগানো রয়েছে। সেই সাইনবোর্ডে উল্লেখ রয়েছে জায়গাটি নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলামান।

 

দুইটি দাগে জমির পরিমান ২৬ শতাংশ। অন্যদিকে চৌরাস্তার পশ্চিম-দক্ষিণ পাশেও খালি জায়গা ভরাট করে দোকান-পাট নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি দখলকারী আওয়ামীলীগ নেতা পাঠানটুলী আইটি স্কুল সংলগ্ন পানির কল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার অপকর্ম নিয়ে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

 

তাছাড়া জেলা শহরের খাঁনপুর, তল্লা, হাজীগঞ্জ, পানিরকলসহ আশপাশ এলাকায় অপরাধ জগতের নিয়ন্ত্রক ওই নেতার ছেলে রাসেল ওরফে ইস্কা রাসেল। চাঁদাবাজি, জুয়া, মাদক ব্যবসা, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে রাসেল বাহিনী। এ বাহিনীর অন্যমত সদস্য রবিন ও সনেট। তাদের ভয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর।

এ বিষয়ে নাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. অহিদুল ইসলাম ছক্কু বলেন, যেখানে দোকান নির্মাণ করা হচ্ছে তা সড়ক ও জনপথ বিভাগের জমি। পাশেই সিটি কর্পোরেশনের অধিগ্রহনকৃত জায়গা রয়েছে। ওই জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে। এঅবস্থায় জমিতে কোন নির্মাণ কাজ করা যাবেনা।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস বলেন, সড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কোন সুযোগ নেই। কেউ করলে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort