স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বিসিক এলাকায় বিল্লাল নামে এক যুবককে মারধরের অভিযোগে আমিনুল (৩২)’কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বিল্লালের দুলাভাই দুলাল এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করায় আমিনুলকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী বিল্লাল জানান, তিনি বিসিক একটি গার্মেন্টসে কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন। আপন (২৩), সাগর (২৫), সাঈদ (২৫), সুমন (২৩), রহিম (২৫) ও আমিনুল (৩২) তারা রাস্তাঘাটে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। গত সোমবার (৪ এপ্রিল) রাত ৯ টার দিকে আমি আমার বাসা থেকে বিসিক যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে আমাকে পথ রোধ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। আমি প্রতিবাদ করা মাত্রই তারা আমাকে বিসিক নতুন রাস্তা সংলগ্ন বালুর মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা আমাকে এলোপাথাড়ি কিল ঘুষি মারা শুরু করে। আপন তার হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র চাপাতি দিয়ে মাথায় কোপ দিতে গেলে আমি দুই হাত দিয়ে ঠেকালে আমার দুই হাতে রক্তাক্ত জখম হয়। সাঈদ তার হাতে থাকা দেশীয় ছুরি দিয়ে কোপ দিলে আমার বা হাতের বাহুতে লেগে রক্তাক্ত জখম হয়, এরপর সাগর একটি প্লাস দিয়ে আমার হাতে চাপ দিলে আমার ডান হাতের আঙ্গুলের উপরের চামড়া উঠাইয়া ফেলে। সুমন রহিম ও আমিনুলের হাতে থাকা লোহার রড ও পাইপ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে। পরে আমার ধুলাভাই দুলাল উপরোক্ত ৬জন সহ অজ্ঞাত ৭/৮ জনের নামে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির (৩) জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু হওয়ার পর বুধবার (৬ এপ্রিল) রাতে ৬ নাম্বার আসামী আমিনুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।