নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে, জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর।
রবিবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকে কার্যলয়ে সমুক্ষে র্যালি করে প্রশাসকে কার্যলয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম. সালাউদ্দিন মনজু, সিনিয়র সহকারী কমিশনার রেনু দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুল মাজেদসহ সকল উপজেলার নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জরুল হাফিজ বলেন, আজ থেকে ১৫-২০ বছর আগে হঠাৎ করে মাছ হারিয়ে গিয়েছিলা। মাগুর-পুটি-শৈল-টাকি মাছ এগুলো হারিয়ে যাচ্ছে। এই জায়গটায় বাঙ্গালি আবার ফিরে দাঁড়িয়েছে। তাই বাঙ্গালি জাতিকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তারা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের একটা গুন আছে আমরা খেটে কাজ করতে পারি। সবাই খাটতে পারে বলে আমরা মৎস উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছি।
তিনি আরও বলেন, আইনের বাইরে কারও কাজ করার সুযোগ নেই। যারা দেশের ও প্রধানমন্ত্রীর ক্ষতি চায় এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে বাধা দিতে চায়, আমরা সকল অপশক্তির বিপক্ষে। আমরা সরকারের আইন মানার পক্ষে ও সাধারণ মানুষের পক্ষে এবং যারা ব্যবসা করবেন তাদের পক্ষে। যেকোনো সমস্যায় আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো।