বাংলাদেশ জামায়েত ইসলাম বন্দর থানা শাখা সেক্রেটারি আরিফুর রহমানের সঞ্চালনায় ও সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর দক্ষিণ উপজেলা শাখার আমীর মাওলানা খোরশেদ আলম, বন্দর দক্ষিণ থানা শাখা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, উত্তর থানা শাখার আমীর জাকির হোসাইন, সেক্রেটারি আবদুল আল মামুন ও রফিকুল ইসলাম, বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম পরে বাংলাদেশ জামায়েত ইসলামী পক্ষ থেকে একটি হেল্প লাইন এর কপি বন্দর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার হাতে তুলেদেন । এবং বৈষম্যবিরোধী আন্দোলনে যে সকল ছাএ ছাএীরা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।
১৩ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর থানার ওসি বলেন চলোমান দেশের পরিস্থিতির ওপর আলোচনা করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সকলেই জোর দেন। দেশের কোথাও কোনো দুষ্কৃতিকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আরও বলা হয় যে, সবকিছুর উপর সবাইকে দেশকে অগ্রাধিকার দিতে হবে। কারো দলীয় স্বার্থ অগ্রাধিকার পাওয়া উচিত নয়। ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিরাজমান পরিস্থিতিতে সকল দল ও শ্রেণী পেশার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।