বন্দর প্রতিনিধি: বন্দরে নির্মাণাধীন এক শিল্পপ্রতিষ্ঠান দখলে নিতে বহিরাগত সন্ত্রাসীদের কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ৭ গ্রামবাসী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে ধামগড় ইস্পাহানি বাজার এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন ভাষানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. বিল্লাল হোসেন। এসময় বক্তব্য রাখেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, বিএনপি নেতা সোহেল, নাসিরউদ্দিন ও নাসিক ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলাম নারু প্রমুখ।
বক্তরা বলেন, ধামগড় এলাকায় অবস্থিত এসএফ ডেনিস এ্যাপারেলস লিমিটেড নামে একটি শিল্পপ্রতিষ্ঠানের নির্মাণ কাজ পরিচালনা করতো বন্দর উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. আইয়ুব মেম্বার। গত ৫ আগস্টের পর কোম্পানির নির্মাণকাজ পরিচালনার জন্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ দাবি জানান। তার পর থেকে আওয়ামীলীগ নেতা আইয়ুব গত ৫ ফেব্রুয়ারি সকালে সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া জালাল, পান্ডব ও নাসিক ২৬ নং ওয়ার্ড লক্ষণখোলা এলাকার আওয়ামীলীগ নেতা শাহ আলম, ফয়সালের নেতৃত্বে এক/দেড়শ লোক অস্ত্রেসস্ত্রে নিয়ে এলাকায় মহড়া শুরু করে । এসময় ধামগড়, মনারবাড়ি, রামনগর, ছালামত, সোনাচরা, বনগন, তালতলা গ্রামের ৪ থেকে ৫ শতাধিক বিক্ষুদ্ধ লোকজন একত্রিত হয়ে বহিরাগত সন্ত্রাসীদের অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরুদ্ধ সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে ৮ জনকে আসামি করে বন্দর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ মিথ্যা অভিযোগ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রতিবাদ সভায় অংশ নেয়া নেতৃবৃন্দ।