২৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টায় বন্দর উপজেলা সভা কক্ষে বন্দর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলার সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমবায় অফিসার (ডিসিও) মোহাম্মদ আবু জাফর মিয়া।
প্রধান অতিথি বলেন, আমরা সমবায়ীরা যদি সমবায় সমিতি থেকে লোন নেওয়া টাকাটা নিজের মনে না করে সবার টাকা চিন্তা করে কাজে লাগাই তবে আমাদের দেশে দরিদ্র থাকার কথা না। সমবায়ের টাকা নিয়ে ব্যবসা করতে হবে, উদ্দোক্তা হতে হবে, উদ্দোক্তা তৈরি করতে হবে। তাহলেই সমবায় সমিতির সদস্যদেরও লাভ আপনারও লাভ। সমবায় সমিতি হলো নিজেকে সাবলম্বী করা অন্যকে সাবলম্বী হতে উৎসাহিত করা। খেয়াল রাখতে হবে লোন নিলাম খাওয়ার জন্য নয় ব্যবসা করার জন্য। সে চিন্তা 22azad22@gmai 22azad22@gmail.com l.com করে লোন নিলেই উপকৃত হবেন। সফল উদ্দোক্তা বা ব্যবসায়ী হলেই সমিতি করা সার্থক হবে, এটাই আসলে সমবায়।
সমবায়ীদের প্রশিক্ষন প্রদান করেন, পরিদর্শক খন্দকার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক এবং প্রশিক্ষক প্রনয় নন্দী।
কোর্স সমন্বয়ক ছিলেন, বন্দর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া।
সহকারী কোর্স পরিচালক ছিলেন, বন্দর উপজেলা সহকারী পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং মোর্শেদ আলম।