২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বন্দর থানা একরামপুর এলাকার আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি কার্যালয়ে সকাল ১০ টায় বন্দর উপজেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জেলা ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের তত্বাবধানে বন্দর উপজেলার ১২ টি সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহনে প্রশিক্ষণ প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সমবায় প্রশিক্ষক খন্দকার তোফাজ্জল হোসেন, বন্দর উপজেলা উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মো. নূরুল ইসলাম সুমন, উপজেলা কৃষি অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া ও সহকারী পরিদর্শক আবুল কালাম আজাদ এ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষকগন তাদের বক্তব্যে বলেন, সমবায়ের মাধ্যমে কিভাবে একজন বেকার যুবক-যুবতী সাবলম্বী হওয়া যায় সে বিষয়ে পথ প্রদর্শন করেন, হাস-মুরগী, গরু ছাগল পালনের বিষয়টি সুচারু ভাবে তুলে ধরেন এবং সহজে কিভাবে কৃষি কাজ করে সাবলম্বী হওয়া যায় এ বিষয়ে কৃষি ধারণা দেওয়া হয় উপস্থিত সদস্যদের।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, মো. মোর্শেদ আলম, নূর হোসেন সুজন, মো. জুলহাস মিয়া।