রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দরে র্যাব-৩ এর অভিযানে যাত্রীবাহী বাস তল্লাশীকালে ৯৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো চট্রগ্রাাম জেলার সীতাকুন্ডু থানার বাইজিতপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (২৮) ও চট্রগ্রাাম জেলার রাংগুনিয়া থানার বগাবিল গ্রামের মো. আবুল বাসারের ছেলে মো. সোহরাব হোসেন।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস, পিপিএম (সেবা) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে কক্সবাজার হতে ঢাকা অভিমুখে নিয়ে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে বন্দর এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশীকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বাসটির কেবিনে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে লোহার বক্সে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।