গতকাল শুক্রবার (২৫ অক্টোবর)রেলী আবাসিক এলাকায় বন্দরের স্বনামধন্য সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মাহতাব হোসের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন BHDH অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি এডঃ সেলিনা সুলতানা শিউলী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি. কে রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে সেলিনা সুলতানা শিউলী বলেন, “আমি আজ সত্যিই আনন্দিত ও গর্বিত হিলফুল ফুযুল শান্তি সংঘের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে। আমি আগে দূর থেকে এই সংগঠনের কার্যক্রম দেখেছি এই সংগঠন সামাজিক উন্নয়ন মূলক ও স্বেচ্ছাসেবী কাজে সর্বদা নিয়োজিত ছিল। এবং এই সংগঠনের প্রতিটি সামাজিক কাজ আমার হৃদয়ে স্থান করে নিয়েছে যা হয়তো অন্য সকল শ্রেনী পেশার মানুষের কাছেই প্রসংশার দাবিদার হবে বলে আমি মনে করি। আমি এই সংগঠনের সর্বাতক সাফল্য কামনা করি।
প্রধান আলোচকের বক্তব্যে জি.কে রাসেল বলেন, “এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে সমাজের মানুষের পাশে থেকে সামাজিক ও সেবামূলক কার্যক্রমে ব্যাপৃত রয়েছে। যা বন্দরবাসী প্রত্যক্ষ ভাবে অবলোপন করেছে। এই সংগঠনের প্রতিটি কাজই সমাজের ভালো কাজের উদাহরন হিসাবে আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকে। আমি সংগঠনের উপদেষ্টা হিসাবে গর্বিত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মোমেন ইসলাম, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ পাপ্পু আহাম্মেদ, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুফতি সুফি মোঃ আল আমিন, মোঃ বাবুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজির ইসলাম এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে মাহতাব হোসেন বলেন, “হিলফুল ফুযুল শান্তি সংঘ ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং এর বিরুদ্ধে কাজ করে আসছে। সমাজের অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা সহ দেশের বিভিন্ন দুর্যোগময় মূহূর্তে এই সংগঠন নিবেদিত প্রান হিসাবে কাজ করেছে। এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যহত থাকবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাকিবুল হাসান, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক মোঃ আল আমিন সহ সদস্য বৃন্দ।
ছাত্রদের মাঝে বৃক্ষের চারা বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।