নারায়ণগঞ্জের বন্দরে রাজিব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা। বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে আটটায় উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার হোসেন মাদবরের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মাদক ব্যবসায়ী রাজিবের সাথে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী মিরাজ ও আয়াতের সাথে মাদক ও চুরির মালামাল বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজিবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী জানায়, দু’পক্ষই দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জড়িত।
তবেস্ব জনদের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী হায়াত ও মিরাজসহ তাদের আরও ৭/৮ সহযোগী এ হত্যাকান্ড ঘটিয়েছে।
এদিকে রাজিবের মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আয়াত ও মিরাজ বাহিনীর ৩টি ঘর আগুনে পুড়িয়ে দেয়।
খবর পেয়ে বন্দর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার সাথে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।