বন্দরের লক্ষণখোলা এলাকায় অবস্থিত চায়না ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২০ জুলাই) বিকেলে ডংজি লংজিভিটি নামের ওই কারখানায় অভিযান চালিয়ে দুটি ইউনিটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত আরাফাত খানম অভিযানে নেতৃত্ব দেন। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও বন্দর থানার বিপুল সংখ্যক পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, লক্ষণখোলার ডংজি লংজিভিটি নামের ব্যাটারি কারখানার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। কারখানার ইটিপি প্ল্যান্ট থাকলেও তা চালানো হয়না।
এ ছাড়া কারখানার ভিতরের পরিবেশ ভালো নয়। পরিবেশ দূষণের যথেষ্ঠ প্রমঠু পাওয়ার পর কারখানাটি যেনো আর চালাতে না পারে সেজন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া কারখানা অভ্যন্তরে বিপুল সংখ্যক বিদেশী বসবাস করেন । তাই মানবিক কারণে কারখানাটি সিলগালা করা হয়নি।