বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন শুভকরদী জাহাঙ্গীর নগর এলাকায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বাড়িতে এসে মারধর, দুজনের নামে ও আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ করেন।
শুভকরদী জাহাঙ্গীর নগর এলাকার গফুর এর ছেলে মো. সোহেল (৩৫), তার স্ত্রী নাজমা বেগম (৩০) ও আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন একই এলাকার শামসুল হক মিয়ার মেয়ে আল আমিন এর স্ত্রী আফসানা বেগম (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়; ২৪ জুন সোমবার বিকাল আনুমানিক সাড়ে চারটায় আমার বসতবাড়িতে প্রবেশ করিয়া উক্ত আসামীদ্বয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি এর প্রতিবাদ করায় আসামিদ্বয় আমাকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে, এসময় আমার ডাক চিৎকারে আমার পিতা সামসুল হক এগিয়ে আসলে আসামীগন আমার পিতাকেও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং ১ নং বিবাদী সোহেল আমার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন জোর পূর্বক ছিনিয়ে নেয়। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগন আমার শিশু সন্তান আরাফকে অপহরণ সহ খুন করার হুমকি প্রদান করে। এরপরই স্থানীয় লোকজন আমার পিতাকে রক্তাক্ত জখম অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এর আগে গত ২ জুন আনুমানিক রাত ৯ ঘটিকার সময় বিবাদীদ্বয় সহ অজ্ঞাতনামা বিবাদীগণ আমার পিতার বাড়িতে আসিয়া এলোপাতাড়ি মারপিট করিয়া আমার পিতার কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়া নেয়।