বন্দরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জুম্মান (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা জুম্মান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পশ্চিম কল্যান্দী এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। ধৃতকে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত রোববার (২৩ ফেব্রুয়ারী) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এসআই মাহমুদ জানান, যুবলীগ নেতা জুম্মানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হামলার মামলা রয়েছে। তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।