ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ মদনপুর মহাসড়কের ফরাজীকান্দা এলাকার প্রধান পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে যাওয়ার সময় সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাকের ড্রাইভার আক্তার হোসেন ও হেলপার তারেক নামের দু’জন আহত হবার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাত পৌনে ৯ টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ দেলোয়ার প্রধান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৯ টার সময় মদনপুরগামী ঢাকা মেট্রো ট-১৫-০২৩৫ নাম্বারের একটি সারবাহী ট্রাক ফরাজিকান্দা দেলোয়ার প্রধান ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসে। পরে ট্রাক চালক তেল নিয়ে পেট্রোল পাম্প থেকে বের হওয়ার সময় চালক ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে পার্শ্ববর্তী একটি খাদে উল্টে পরে। এ ঘটনায় ট্রাকটি উল্টে রক্ষিত সার ও গাড়ীটি ব্যাপক ক্ষতিসাধন হয়।
তারা আরো জানান, উল্লেখিত ফিলিং স্টেশনে যাতায়েতের রাস্তাটির নিচের মাটি সরে যাওয়ার কারনে এদুর্ঘটনা ঘটে।