১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মদনগঞ্জ, লক্ষারচর, শান্তিনগর প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্যারচর শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন’র সভাপতিত্বে ও জিয়াউর রহমান জিন্নাহ’র সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম খায়ের, সেলিম মাতবর, মো. হান্নান মাদবর, সাইদুর ফকির প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ৩-৪ বছর যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডে কোন গ্যাস নেই, গ্যাসের ভোগান্তিতে পরিবার পরিজন নিয়ে আমরা খুব কষ্টে দিনপাত করিতেছি। আমরা বহুবার এ ব্যাপারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছি এবং পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, সরকার কোন কর্ণপাত করেনি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের প্রতি সদয় হয়ে ১৯ নং ওয়ার্ডে অতি শীঘ্র গ্যাস দেওয়ার ব্যবস্থা করুন, নয়তো এ গ্যাসের ব্যাপারে আমরা প্রয়োজনে উপজেলা অফিস ঘেরাও করিব, গ্যাস অফিস ঘেরাও করিব এবং আমাদের এলাকার বিগত চার বছরের গ্যাস বিল মওকুফ করতে হইবে। গ্যাস পাইনি বিধায় চার বছরের গ্যাস বিল মওকুফ চাই। গ্যাস নাই, গ্যাস চাই, আমরা গ্যাসের মাধ্যমে পাক করে খেতে চাই।
আয়োজনে ছিলেন, রতন মাদবর, হিজবুল বেপারী, মনির হোসেন, মো. বাদল, ডা. মো. ইসমাইল, রিপন, অহিদ, আল আমিন, জসিম উদ্দিন, আবুল হোসেন।