বন্দর নবীগঞ্জ টি হোসেন রোডে শীতলক্ষ্যা ক্ষুদ্র সমবায় সমিতির সাড়ে পাঁচ হাজার সদস্যের ২ কোটি টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ইসলাম কাজীর ছেলে ২৪ নং ওয়ার্ড বিনপির সভাপতি মাসুদ রানা (৪৫) মৃত শাহাজাদার ছেলে খোকন (৪২) আবু মিয়ার ছেলে রিজভী (২৩) শাহজাহানের ছেলে জহিরুল (৩৩) মৃত গোলাম মোস্তফার ছেলে নাসির (৩২) এর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ এপ্রিল) এক ভুক্তভোগী নিজাম উদ্দিন ওই পাঁচজন কে অভিযুক্ত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ দীর্ঘদিন যাবত হাসেম মুন্সি জামে মসজিদের সম্পত্তিতে মাসিক ভাড়ায় শীতলক্ষ্যা ক্ষুদ্র সমবায় সমিতির নিবন্ধন নং- ০০০০১৫ নামে সমিতি পরিচালনা করে আসছে। সমিতির সদস্য প্রতি সাপ্তাহে ৭০ টাকা করে বায়ান্ন সাপ্তাহ মোট তিন হাজার ছয়শত চল্লিশ টাকা প্রদান করেন।
সমিতির দেওয়া সঞ্চয় কার্ড অনুযায়ী ঈদ উল ফিতরের পূর্বে ১৮ এপ্রিল ঈদ সামগ্রী প্রদান করার কথা থাকলেও অফিসে এসে দেখা যায় বিরাট বড় তালা। রাতের আঁধারে পালিয়েছে অভিযুক্ত ওই পাঁচজন।
এবিষয়ে ভুক্তভোগী নিজাম উদ্দিন বলেন, ওরা অমানুষ। খেটে খাওয়া দিন মজুর মানুষের টাকা আত্মসাৎ করেছে এদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু পদক্ষেপ নেয় তা দেখবো।
নবীগঞ্জ খেয়া ঘাটের এক মাঝি বলেন আমিও সাপ্তাহ ৭০ সত্তর টাকা দিতাম শুধু এক লগে বাজার করতে পারবো তাই আবার কইছে ৫ কেজি গরুর মাংস দিবো পরিবারের সবাই মাংসের আসায় বসে ছিল। ওরা আমাগো ঈদ কাইরা নিছে ওগো আল্লাহ বিচার করবো বলে কেধে ফেলছে।
এলাকাবাসী বলেন এরা শুধু গ্রাহকের থেকে সঞ্চয়কৃত টাকাই নেয়নি ওরা বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যবসায় লাভ দিবে বলে পার্টনার বানিয়ে ও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এবিষয়ে আইন প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতারকদের সঠিক বিচার চান এলাকাবাসী।