বন্দর(নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ-নারায়নগঞ্জ বন্দরের কেওঢালা আওয়ামিলীগ সন্ত্রাসীদের হামলায় চুনা ফ্যাক্টরির শ্রমিক আহত। সূত্রমতে, উপজেলার মদনপুর কেওঢালা নিউ বেঙ্গল ফ্লাইউড মিলের মালিক পক্ষে আওয়ামিলীগ নেতা ম্যানাজার আনোয়ার বাহিনী অতর্কিত হামলায় চালায়। হামলায় চুনা ফ্যাক্টরির ১০/১৫ জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হন। গত ৫ই আগষ্ট যখন সারাদেশে অস্থিরতা বিরাজ করছে তখনই রাত ৯.০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জেরে আওয়ামিলীগ পরিচয়ে নেতা আনোয়ার হোসেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মেসার্স আউয়াল এন্ড ব্রাদার্স ক্যামিকেল কোম্পানিতে হামলা ও লুটতরাজ চালায়। এ বিষয়ে মেসার্স আউয়াল এন্ড ব্রাদার্স কোম্পানির কর্নধার হাজ্বী আউয়াল অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেড়ে আওয়ামিলীগ নেতা পরিচয়ে আনোয়ার হোসেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাত ৯ টা বাজে আমার কোম্পানীতে হামলায় চালায়। প্রথমে তারা গ্যাস কার্টার মেশিন দিয়ে লোহার পিলার কাটে। এরপর ভেতরে ডুকে শ্রমিক ফয়েজুর রহমান,মমিন,সালাউদ্দিন, রাকিব ও বাবুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামালায় ফয়েজুর ও বাবুলের মাথা ফেটে রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সস্ত্রাসীরা কোম্পানীর দশ থেকে পনের লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরো বলেন, মামলার প্রস্তূতি চলছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মামলা করা হবে।