রুদ্রবার্তা২৪.নেট: বন্দরে কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে সুন্নতে খৎনার অনুষ্ঠান আয়োজন করায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) বন্দরের ধামগড় ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শুক্লা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়। এসময় আয়োজনকারীদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেঁচে যাওয়া খাবার পার্শ্ববর্তী এতিমখানায় দিয়ে দেয়া হয়।
এবিষয়ে শুক্লা সরকার জানান, ধামগড়ে সরকারি বিধি নিষেধ অমান্য করে সুন্নতে খৎনার অনুষ্ঠানে ১৫০ লোক খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মেম্বার নিষেধ করার পরও আয়োজনকারীরা না শুনলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আয়োজনকারীদের ১৫ হাজার টাকা জরিমানা এবং বেঁচে যাওয়া খাবার পার্শ্ববর্তী এতিমখানায় দিয়ে দেয়া হয়।