বন্দর প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে বন্দর ১নং খেয়াঘাট অটো স্ট্যান্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নাসিক ২২নং ওয়ার্ডের হাফেজীবাগ এলাকায় অটো স্ট্যান্ডের নেতা জাফরের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২ ওয়ার্ড সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের নেতা এডভোকেট আনিছুর রহমান মোল্লা, তাজুল মোল্লা, বন্দর থানা অটোরিকশা ও সিএনজি মালিক কমিটির সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা রনি, সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত, শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ূণ কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান, বাবু সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলতাব হোসেন, জুয়েল, নুর ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
দোয়া মাহফিলে সার্বিক তত্বাবধানে ছিলেন জাকির হোসেন, জাহাঙ্গীর, বাবু, সাজ্জাত মোল্লা, টিটু, সবুজ, আতিক ইসলাম, সাব্বির, ফারুক, কনক।