বন্দর প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কাইনালীভিটায় অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার হোসেন মুন্সীর সার্বিক উদ্যোগে ও সভাপতিত্বে (২০ আগস্ট) মঙ্গলবার বাদ যোহর স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
স্থানীয় শাহাদাত হোসেন শামীম, মোহসিন প্রধান, নাজমুল হোসেন, আরিফ হোসেন, সাইফুল ইসলাম ও সিফাতের আয়োজনে এসময় মদনপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মাজেদা বেগম, সমাজসেবক মোস্তাকুর রহমান মোস্তাক, মোক্তার হোসেন, হাজী আঃ আজিজ, তাওলাদ হোসেন, সরাফত আলী, সোনারগাঁ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কিবরিয়া, সমাজসেবক আবুল হাসনাত, ইঞ্জিঃ সোহেল মাহামুদ, বকুল, রাসেল রাহুল, রাব্বি প্রধান, রাসেল, রাব্বানী, আজিজুল, নিক্সন, রনি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়েছেন।
সভাপতির বক্তব্যে হোসেন মুন্সী বলেন, ‘ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হউক। যারা অসুস্থ আছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই দোয়া করছি। এই ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে দুর্নীতিমুক্ত কাজ করেছি। বিনা অপরাধে ৩টি মামলার আসামী হয়েছি এবং হয়রানীর শিকার হয়েছি। আমাদের গ্রামের ৯ জনকে নাশকতা মামলার আসামী করা হয়েছে। এই ওয়ার্ডের বর্তমান মেম্বার আক্তার মোল্লা আমাদেরকে নিয়মিত হয়রানী করে যাচ্ছে। তার স্ত্রী ছাত্র ছাত্রীদের পড়ায়, আর আক্তার মোল্লা ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেছে ও মদনপুর স্ট্যান্ডে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল করেছে’।