বকেয়া বিল আদায়ে একযোগে বিশেষ চিরুনি অভিযানে নেমেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি)।
১১ সেপ্টেম্বর থেকে এই অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলছে।
অভিযান থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও পানির বিল আদায় করা হবে।
গত ১০ সেপ্টেম্বর হোল্ডিং ট্যাক্স ও পানির বিল আদায়ের জন্য প্রতিটি ওয়ার্ডে ২টি করে টিম গঠন করে দেওয়া হয়েছে। ২৭টি ওয়ার্ডে গঠিত হয়েছে ৫৪টি টিম। এছাড়া ফ্লাট ও দোকানের সালামী ভাড়া আদায়ে আরও ৪টি টিম করে দেওয়া হয়।
এ সকল টিমে কাজ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৮২ জন সদস্য।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৬০ হাজার ১৪৩ টি হোল্ডিং রয়েছে। প্রতিজন হোল্ডিংদারীর থেকে জমি ও ইমারতের উপর ৭ শতাংশ, লাইটিং রেইটের উপর ৫ শতাংশ, বর্জ্য ব্যবস্থাপনা ও নালা বা ড্রেন পরিস্কারের জন্য ৭ শতাংশ ও পানি সরবরাহের জন্য ৩ শতাংশ হারে ট্যাক্স নিচ্ছেন। এছাড়া পানির গ্রাহক রয়েছে ৩১৭২০ জন।