স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেয়ার জন্য সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ফুল দেন। পরে সকাল ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।
এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল করিম গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে নিয়ে আমরা ফুল দেয়ার সময় মান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’
উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, ‘রেজাউল করিম স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে আমার নেতা-কর্মীর ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমার বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে।’
সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতিতে বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। দুই পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।