‘ইভটিজিংমুক্ত দেশ গড়ুন, বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত হয়ে খেলাধূলায় মেতে থাকুন, খেলাধূলা করলে শরীর মন দু’টোই ভালো থাকে’- হাসান মিয়া খোকন সিআইপি।
২৯ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়ন ঘারমোড়া ঈদগাহ মাঠে ফিউশন টাচ্ মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন, ফিউশন টাচ ইভেন্টে ও সালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশন’র চেয়ারম্যান হাজী মোহাম্মদ হাসান মিয়া খোকন (সিআইপি)।
খেলা উদ্বোধন করেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান।
খেলায় দু’দলে দুজন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা শুরু হওয়ার আগেই ঈদগাহর মাঠটি কানায় কানায় ভরে উঠে আলিম মাদ্রাসার ভবন ও ভবনের ছাদ, প্রাইমারি স্কুল ভবন এবং স্কুল ভবনের ছাদে গাছপালায় উঠে মানুষ খেলা উপভোগ করেন।
বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল ইসলাম মোল্লা’র সভাপতিত্বে সুশৃংখল ভাবে খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বন্দর সিরাজউদৌলা ক্লাবের কোচ মো. রিপন। শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলাগুলো পরিচালনা করেন, মোহম্মদ লিয়াকত আলী ও মো. হুমায়ুন কবির এলিন।
সকল চড়াই উৎরাই পেরিয়ে ঘারমোড়া আজমেরি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে গোগনগর কোচিং সেন্টার কে পরাজিত করে মোটর সাইকেল কাপ চ্যাম্পিয়ন হয়।