রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফরিদপুরে বিদায় অনুষ্ঠানে র‌্যাগ ডের নামে শিক্ষার্থীদের অশ্লীলতা

  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৪.০০ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে র‌্যাগ ডের নামে অশ্লীলতায় মেতে উঠার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কলেজের হল রুমে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর থেকেই ওই অনুষ্ঠানের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীরা কলেজ মাঠে নেমে কলেজের মনোগ্রামযুক্ত সাদাকালো রংয়ের টিশার্ট পরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে। একপর্যায়ে রং মেখে একজন আরেকজনের টিশার্টে লিখে দিতে থাকে অশ্লীল সব ভাষা। এভাবেই উদযাপিত হয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ দিন । পরে এসব ছবি আবার শিক্ষার্থীরা নিজেরাই ফেসবুকে পোস্ট করে। যে কারণে অশ্লীল-কুরুচিপূর্ণ বার্তা দিয়ে মোড়ানো পোশাকসহ ছাত্র-ছাত্রীদের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সালথা-ময়েনদিয়া আঞ্চলিক সড়কে সালথা উপজেলা কমপ্লেক্সের আনুমানিক ২০০ মিটার দূরত্বে ২০০৪ সালে এক একর ৩৬ শতাংশ জমির ওপর এ কলেজটি স্থাপিত হয়। এ কলেজে শুধু উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ রয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা নিয়ে মোট শিক্ষার্থী আছে এক হাজার ৪ জন। এর মধ্যে ৩৬৪ জন চলতি বছর এইচএসসি পরীক্ষা দেবে। কলেজে শিক্ষক ও কর্মচারী মিলে আছেন ২৫ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক সালথা সরকারি কলেজের কয়েকজন পরীক্ষার্থী বলে, দীর্ঘ আড়াই বছর আমরা সালথা সরকারি কলেজে লেখাপড়া করেছি। তাই এই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তাদের। সুখে-দুঃখে সবাই একসঙ্গে মিলে মিশে থেকেছি। বিদায় নেওয়ার সময় সবাইকে একসঙ্গে পেয়েছি। এই স্মৃতি যাতে সারাজীবন ধরে রাখতে পারি সেই জন্যই র‌্যাগ ডেতে সাদা টিশার্টে যে যার মতো লিখে দিয়ে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছি মাত্র। এটা ছিল আমাদের আবেগের বহিঃপ্রকাশ মাত্র। এর পাশাপাশি অনেক শিক্ষার্থী কুরুচিপূর্ণ লেখা কিংবা লেখানো থেকে বিরতও ছিল।

তাদের ভাষ্য, আমরা সবাইতো আর খারাপ ভাষা লিখিনি। যারা লিখেছে এবং ফেসবুকে পোস্ট করেছে তাদের জন্য আমাদের সবার আনন্দটাই এখন প্রশ্নবিদ্ধ। সালথা সরকারি কলেজের মনোগ্রামযুক্ত টিশার্টের ওপর অশ্লীল কুরুচিপূর্ণ বার্তা লেখা যেমন কলেজের অসম্মান, পাশাপাশি এ প্রতিষ্ঠানটির শিক্ষা পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠে। তাহলে গত আড়াই বছর এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করে আমরা কী পেলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort