এম এইচ তালুকদার: ফরিদপুর জেলার ভাঙ্গা থানা নামটা শুনলে মনে হবে, রোড ঘাট এবং এলাকার অবস্থা বেশি ভালো না, সবকিছুই ভাঙ্গাচুরা, বিষয়টি এমন না, হয়তো এক সময় ছিল কিন্তু এখন মনে হবে দ্বিতীয় সিঙ্গাপুর। বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ ইচ্ছায়, পদ্মা সেতুর বরকতে ফরিদপুরের ভাঙ্গা এখন দ্বিতীয় সিঙ্গাপুরে রূপান্তরিত হয়েছে, একথা বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের মাঝে এবং এলাকার স্থানীয় লোকদের মাঝে প্রচলিত হয়েছে । ফরিদপুরের ভাঙ্গার গোলচত্বর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক ভিড় করছে এবং প্রতিদিন জমায়েত হচ্ছে, এখানে এসে ছবি তুলছে, ভিডিও করছে, বসে বসে বাদাম খাচ্ছে, চতুর্দিকের প্রকৃতির দৃশ্য উপভোগ করছে। ইউটিউবে সুন্দর সুন্দর ভাঙ্গা থানা নিয়ে ব্লক বানাচ্ছে এবং tiktoker রা সুন্দর সুন্দর টিকটক করছে, তাদের মধ্যে একটু আক্ষেপ তৈরি হয়েছে, তারা বিভিন্ন দূর থেকে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের জন্য একটি মিনি পার্ক, ভাঙ্গা গোল চত্বরের আশপাশে হলে অনেক ভালো হতো। তারা ওখানে একটু রেস্ট করতে পারতো , পিকনিকের জন্য বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসতে পারতো। পর্যটক এবং এলাকার স্থানীয় লোকদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ,ওখানে একটি মিনি পার্ক এবং ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী নিয়ে একটি মিনি মিউজিয়ামের আকুল আবেদন করেছেন।