নারায়নগঞ্জের ফতুল্লার ভুইঘর থেকে অটো ভাড়া করে মুন্সিগঞ্জে নিয়ে চালক হাফিজ (১৬) কে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করার দুই দিন পর এর রহস্য উদঘাটন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় ছিনতাইকারী চক্রের এক সদস্য জিসান (২০) কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিসান স্বীকার করে যে, অটোরিক্সা ছিনিয়ে নেওয়ার জন্য পরিকল্পিত ভাবে হাফিজকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার জৈনসার গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে চারজন মিলে গলায় নাইলনের সুতা পেঁচিয়ে তাকে হত্যা করে বিলের কাদামাটির ভিতরে পুতে রেখে কচুরি পানা দিয়ে ঢেকে দিয়ে অটোরিক্সা নিয়ে সটকে পরে। গ্রেপ্তারকৃত জিসানের দেখানো মতে রোববার (১৪ নভেম্বর) ভোররাতে জৈনসার গ্রামের বিল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (১২ নভেম্বর) দুপুরে নিহত হাফিজের পিতা মাজহারুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানায় নিখোঁজের একটি সাধারন ডায়েরী করেন। পুলিশ ওই সাধারন ডায়েরীর সূত্র ধরেই এ রহস্যের উদঘাটন করে লাশ উদ্ধার করে।
নিহত হাফিজ জেলার আড়াই হাজার থানার মধ্যের চরের মাজহারুল ইসলামের পুত্র ও ফতুল্লা থানার ভুইঘরস্থ মিন্টু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। গ্রেপ্তারকৃত জিসান ফতুল্লা থানার ভুইঘরের ফরহাদ মিয়ার পুত্র।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকান্ডের ঘটনায় ব্যাপক তদন্ত চলছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।