ফতুল্লা মডেল থানা পুলিশ দেড় কেজি গাজাঁ সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার দাপা খোঁজ পাড়ার রোমান মুহুরির বাড়ীর বাড়াটিয়া আবু তাহেরের পুত্র জনি ওরফে চোরা জনি (২৪), দাপা পোস্ট অফিস এলাকার আউয়াল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া জাহাঙ্গীরের পুত্র শামীম ওরফে শাহিন (২০) ও দাপা সরদার বাড়ী এলাকার আবু তাহেরের পুত্র আরিফ (২৫)।
সোমবার (৯ আগষ্ট) বিকেলে তাদের কে দাপা খোজোড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে দেড় কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস,এম শামীম ও আশিক ইমরান সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লার দাপা খোজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাজাঁ সহ তিন মাদক ব্যবসায়ী চোরা জনি, আরিফ ও শাহিন কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ছিনতাই, চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস এম শামীম জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। মাদক ব্যবসার পাশাপাশি তারা ছিনতাই ও মানুষদেরকে জিম্মি করে অর্থ আদায়সহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে।