শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

ফতুল্লায় ভোক্তার অভিযোগের ভিত্তিতে ক্লিনিককে জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৫.২১ এএম
  • ৭০ বার পড়া হয়েছে

বৈধ কাগজপত্র না থাকা, সেবার মূল্য তালিকা থেকে বেশি টাকা নেওয়া ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ক্লিনিক ও ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়। এসময় ভোক্তার অভিযোগের ভিত্তিতে ক্লিনিককে ৫০ হাজার ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) ফতুল্লার শিবু মার্কেট এলাকায় হেলথ কেয়ার ল্যাব ক্লিনিক ও নিউ মেডিসিন হাউজ ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সেলিমুজ্জামান বলেন, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও সেবার মূল্য তালিকা থেকে বেশি টাকা নেওয়ার অপরাধে হেলথ কেয়ার ল্যাবকে ৫০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে নিউ মেডিসিন হাউজ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort