কেকের গায়ে মূল্য তালিকা না দেওয়া, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ার অপরাধে, প্যারিস বাগেতকে ১০হাজার টাকা জরিমানা করেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। বুধবার (৭ সেপ্টেম্বর) শহরের বঙ্গবন্ধু সড়কে ২ নং রেলগেট এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মো. সেলিমুজ্জামান জানান, প্যারিস বাগেতকে কেকের গায়ে মুল্য তালিকা না দেওয়া, উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করায়, তাদের জরিমানা করে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ক্যাব প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।