সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

পূর্বাচলে বিশেষ ক্ষমতায় বরাদ্দ পাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের প্লট বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯.০১ এএম
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজউকের নতুন শহর পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ কাঠার ৬টি প্লটসহ অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সব প্লটের বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টি উপেক্ষা করে দুপুরে আদিবাসী সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে পূর্বাচলের ১১ নম্বর সেক্টর পশি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে আদিবাসী রোকসানা বেগম, রহিজ উদ্দিন জানান, রাজউকের আইন অনুসারে যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৬০ শতাংশ আদিবাসী প্লট পায়নি।
এদিকে গত ১০ বছর ধরে বিগত আওয়ামী লীগ সরকার আদিবাসীদের প্লট বরাদ্দ বন্ধ রাখলেও বিশেষ ক্ষমতা আইনে (১৩/এ) নিজেদের লোকজনকে হাজার হাজার প্লট বরাদ্দ দিয়েছে। এর ভেতরে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, চার সন্তান, ১৫ গাড়িচালকসহ বিনা ভোটের এমপি, রাজনীতিবিদ ও সরকারের চাটুকাররা রয়েছেন। অবিলম্বে ওই সব প্লটের বরাদ্দ বাতিল করে ক্ষতিগ্রস্থ আদিবাসিদের ফিরিয়ে দেয়ার জন্য তারা দাবি জানান।
এ সময় রাজউক ও সরকার বরাবার পাঁচ দফা দাবি তুলে ধরে আদিবাসী রুহুল আমিন বলেন, অনতিবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে রাজউক ভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের নামে বরাদ্দ ৬০ কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রাজউক সূত্রে জানা যায়, গত কয়েক বছরে পূর্বাচল, ঝিলমিলসহ চারটি প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে পূর্বাচলে প্রায় এক হাজার প্লট বরাদ্দ দেয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে।
এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে বরাদ্দ হওয়া ২৮৫টি প্লটের ১৪৯টিই পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort