জ্বালানি তেল ৫ লিটার ডিজেলে ২৩০ মিলিলিটার কম দেয়ায় মের্সাস জননী ফিলিং স্টেশনকে জরিমানা আদায় করেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা।
রবিবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলায়র ৪টি ফিলিং স্টেশনে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ.এইচ.এম সফিকুজ্জামান’র নির্দেশ মোতাবেক ওই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, জ্বালানি তেল ৫ লিটার ডিজেলে ২৩০ মিলিলিটার কম দেয়ায়, মের্সাস জননী ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আমরা আজ ৪টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছি। তাদের পরিমাপ ঠিক ছিলো।
তিনি আরও বলেন, ফতুল্লা আলিগঞ্জ এলাকায় অবস্থিত মের্সাস জননী ফিলিং স্টেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ও ৪৮ ধারায় এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম, পরিবেশ অধিদপ্তর ও ক্যাব এর প্রতিনিধি।