মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরালো শ্রীলংকা

  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৪.৫০ এএম
  • ৫৩ বার পড়া হয়েছে

ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সমতা ফেরালো সফরকারী শ্রীলংকা। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকা ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। নিশাঙ্কা ১১৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন।
তাওহিদ হৃদয় ও সৌম্য সরকারের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রান করে স্বাগতিক বাংলাদেশ। হৃদয় অপরাজিত ৯৬ ও সৌম্য ৬৮ রান করেন। জবাবে নিশাঙ্কার সেঞ্চুরির সাথে চারিথ আসালঙ্কার ৯১ রানের সুবাদে ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলংকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।ব্যাট হাতে বাংলাদেশের ইনিংস শুরু করে এবারও হতাশ করলেন লিটন দাস। প্রথম ওয়ানডেতে প্রথম বলে গোল্ডেন ডাকের পর এবার তৃতীয় বলে খালি হাতে সাজঘরে ফিরেন লিটন।
শ্রীলংকার পেসার দিলশান মাদুশাঙ্কার বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে দুনিথ ওয়েলালাগেকে ক্যাচ দিলেন লিটন। ৯১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১৪ বার শূন্য রানে আউট হলেন লিটন। এরমধ্যে শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ৪বার।
লিটনের বিদায়ে ক্রিজে আসেন আগের ম্যাচে অপরাজিত ১২২ রান করা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে দু’বার জীবন পান তিনি। পেসার প্রমোদ মাদুশানের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে নাজমুলের ক্যাচ ফেলেন পাথুম নিশাঙ্কা।
ওভারের পঞ্চম বলে নাজমুলের ব্যাটে লেগে বল জমা পড়ে শ্রীলংকার উইকেটরক্ষকের হাতে। কিন্তু তাতে কোন আবেদন করেননি শ্রীলংকার ফিল্ডাররা।
দু’বার জীবন পেয়ে ওপেনার সৌম্য সরকারকে নিয়ে দ্রুত রান তোলায় মনোযোগী হন শান্ত। জুটিতে ৭২ বলে ৭৫ রান আসার পর বিদায় নেন তিনি। মাদুশাঙ্কার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দেন ৬টি চারে ৩৯ বলে ৪০ রান করা শান্ত।
তৃতীয় উইকেটে শান্ত ফেরার পর তাওহিদ হৃদয়কে নিয়ে দলের রান ১শ পার করেন সৌম্য। এরই মধ্যে ৫২ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরির দেখা পান সৌম্য।
হাফ-সেঞ্চুরির পরও দক্ষতার সাথেই ইনিংস বড় করার পথেই ছিলেন তিনি। কিন্তু শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বলে রিভার্স সুইপ করে মাদুশাঙ্কাকে ক্যাচ দিয়ে আউট হলে ১১টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৬৮ রান করা সৌম্য ইনিংসের বিদায় ঘটে। হৃদয়ের সাথে ৫৪ বলে ৫৫ রান যোগ করেন সৌম্য। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের দশম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটার। সেই সাথে বাংলাাদেশের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ২হাজার রানের নয়া রেকর্ড গড়েন সৌম্য।
সৌম্যকে ফেরানোর পর একই ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ শুন্য হাতে হাসারাঙ্গার শিকার হলে ১৩০ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
একই ওভারে সৌম্য-মাহমুদুল্লাহর বিদায়ের পর বাংলাদেশকে লড়াইয়ে ফেরান হৃদয় ও মুশফিকুর রহিম। এই জুটিও হাফ-সেঞ্চুরির পথে ছিলো। এমন অবস্থায় বাঁধা হয়ে দাঁড়ান হাসারাঙ্গা। সুইপ করে বল ব্যাটে লাগাতে পারেনি ২৫ রান করা মুশফিক। শ্রীলংকার লেগ বিফোর আউটের আবেদন নাকচ করে দেন নন-স্ট্রাইকের আম্পায়ার। রিভিউ নিয়ে মুশফিককে সাজঘরের পথ দেখায় শ্রীলংকা। হৃদয়-মুশফিক জুটিতে ৪৩ রান তুলেন তিনি।
সাত নম্বরে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মেহেদি হাসান মিরাজ(১২)। হাসারাঙ্গার চতুর্থ শিকারে পরিনত হলে ১৮৯ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
এ অবস্থায় টেল এন্ডার তানজিম হাসান সাকিবকে জুটি গড়ার পথে ওয়ানডেতে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন হৃদয়। ৮ ইনিংস পর অর্ধশতক করতে ৭৪ বল খেলেন তিনি।
হৃদয়ের সাথে ৪৭ রান যোগ করে ব্যক্তিগত ১৮ রানে আউট হন তানজিম। তার বিদায়ের পর ইনিংসের শেষ ২৩ বলে ঝড় তুলেন হৃদয় ও তাসকিন আহমেদ। ২৩ বলে অবিচ্ছিন্ন ৫০ রান যোগ করে বাংলাদেশকে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন হৃদয় ও তাসকিন।
ইনিংসের শেষ দুই বলে দুই ছক্কা মেরে ৯৬ রানে অপরাজিত থাকেন হৃদয়। ১০২ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ২টি চার ও ১টি ছক্কায় ১০ বলে অপরাজিত ১৮ রান করেন তাসকিন। শ্রীলংকার হাসারাঙ্গা ৪৫ রানে ৪ উইকেট নেন।
শ্রীলংকাকে ২৮৭ রানের টার্গেট দিয়ে বোলিংয়ে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই লঙ্কান ওপেনার আবিস্কা ফার্নান্দোকে সাজঘরে ফেরত পাঠান পেসার শরিফুল ইসলাম। পরের ওভারে তানজিমের বলে কুশল মেন্ডিসের ক্যাচ ছাড়েন মিরাজ। জীবন পেয়ে ৩টি চার আদায় করে নেন কুশল।
তবে ষষ্ঠ ওভারে প্রথম আক্রমনে এসেই কুশলকে ১৬ রানে থামিয়ে দেন তাসকিন। পরের ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন শরিফুল। সাদিরা সামারাবিক্রমাকে ১ রানে আউট করেন শরিফুল। এমন অবস্থায় ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে মহাচাপে পড়ে শ্রীলংকা।
এ অবস্থায় জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালঙ্কা। ১৫তম ওভারে তানজিমের বলে লেগ বিফোর আউট হন নিশাঙ্কা। রিভিউ নিয়ে ৩৬ রানে জীবন পেয়ে ৫৮ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া নিশাঙ্কা। ছক্কা মেরে হাফ-সেঞ্চুরির স্বাদ ৫০ বল খেলেন আসালঙ্কা।
২৯তম ওভারে শরিফুলের বলে ক্যাচ দিয়েছিলেন নিশাঙ্কা। কিন্তু নাজমুল মিস করলে ৭৩ রানে জীবন পান আসালঙ্কা।
৩২তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে পা রাখেন ১০০ বল খেলা নিশাঙ্কা। ৩৭তম ওভারে নিশাঙ্কাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। আউট হওয়ার আগে ১৩টি চার ও ৩টি ছক্কায় ১১৩ বলে ১১৪ রান করেন নিশাঙ্কা। আসালঙ্কা-নিশাঙ্কা ১৮৩ বলে ১৮৫ রানের জুটি গড়েন । যা চতুর্থ উইকেটে যেকোন দলের বিপক্ষে শ্রীলংকার সর্বোচ্চ রানের জুটি।
মিরাজের পর বাংলাদেশকে উইকেট শিকারে মাতান তাসকিন। আরেক সেট ব্যাটার আসালঙ্কাকে আউট করে বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১শ উইকেট পূর্ণ করেন তাসকিন। ৬টি চার ও ৪টি ছক্কায় ৯৩ বলে ৯১ রান করেন আসালঙ্কা।
৭ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে আবারও চাপে পড়ে শ্রীলংকা। এরপর লিয়ানাগে ৯ রানে আউট হলে, সপ্তম উইকেটে ৩৪ বলে ৩৪ রান যোগ করে শ্রীলংকাকে জয়ের কাছে নিয়ে যান ওয়েলালাগে ও হাসারাঙ্গা।
জয় থেকে ২ রান দূরে থাকতে তাইজুলের বলে আউট হন মারমুখী মেজাজে থাকা হাসারাঙ্গা। ১টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে ২৫ রান করেন ফিরেন তিনি।
৪৮তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে শ্রীলংকার জয় নিশ্চিত করা ওয়েলালাগে শেষ পর্যন্ত ১৫ রানে অপরাজিত থাকেন । বাংলাদেশের শরিফুল-তাসকিন ২টি করে, তানজিম-মিরাজ ও তাইজুল ১টি করে উইকেট নেন।
একই ভেন্যুতে আগামী ১৮ মার্চ সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা।
বাংলাদেশ ব্যাটিং ইনিংস :
লিটন ক ওয়েলালাগে ব মাদুশঙ্কা ০
সৌম্য ক মাদুশঙ্কা ব হাসারাঙ্গা ৬৮
নাজমুল ক কুশল ব মাদুশঙ্কা ৪০
হৃদয় অপরাজিত ৯৬
মাহমুদুল্লাহ স্টাম্প কুশল ব হাসারাঙ্গা ০
মুশফিকুর এলবিডব্লু ব হাসারাঙ্গা ২৫
মিরাজ ব হাসারাঙ্গা ১২
তানজিম ক হাসারাঙ্গা ব মাদুশান ১৮
তাসকিন অপরাজিত ১৮
অতিরিক্ত (বা-১, লে বা-১, নো-১, ও-৬) ৯
মোট (৭ উইকেট, ৫০ ওভার) ২৮৬
উইকেটের পতন : ১-০ (লিটন), ২-৭৫ (নাজমুল), ৩-১৩০ (সৌম্য), ৪-১৩০ (মাহমুদুল্লাহ), ৫-১৭৩ (মুশফিকুর), ৬-১৮৯ (মিরাজ), ৭-২৩৬ (তানজিম)।
শ্রীলকা বোলিং ইনিংস :
মাদুশঙ্কা : ৮-১-৪৪-২ (ও-৩),
মাদুশান : ৮-০-৫৩-১ (ও-৩),
কুমারা : ৬-০-৩৫-১ (ও-২),
লিয়ানাগে : ৫-০-২২-০।
আসালঙ্কা : ৯.৪-০-৪৭-০ (ও-১),
ওয়েলালাগে : ৫-০-২২-০।
হাসারাঙ্গা : ৮-০-৫৪-০।
শ্রীলংকা ব্যাটিং ইনিংস :
নিশাঙ্কা ক লিটন ব মিরাজ ১১৪
আবিষ্কা ক সৌম্য ব শরিফুল ০
কুশল ক মুশফিকুর ব তাসকিন ১৬
সামারাবিক্রমা ক মিরাজ ব শরিফুল ১
আসালঙ্কা ক মুশফিক ব তাসকিন ৯১
লিয়ানাগে এলবিডব্লু ব তানজিম ৯
ওয়েলালাগে অপরাজিত ১৫
হাসরাঙ্গা ক লিটন ব তাইজুল ২৫
মাদুশান অপরাজিত ০
অতিরিক্ত (ও-১৬) ১৬
মোট (৭ উইকেট, ৪৭.১ ওভার) ২৮৭
উইকেটের পতন : ১-১ (আবিস্কা), ২-৪২ (কুশল), ৩-৪৩ (সামারাবিক্রমা), ৪-২২৮ (নিশাঙ্কা), ৫-২৩৫ (আসালঙ্কা), ৬-২৫১ (লিয়ানাগে), ৭-২৮৫ (হাসারাঙ্গা)।
বাংলাদেশ বোলিং ইনিংস :
শরিফুল : ৯-১-৪৯-২ (ও-৪),
তানজিম : ১০-০-৬৫-১ (ও-৩),
তাসকিন : ৯-১-৪৯-২ (ও-৪),
মিরাজ : ১০-০-৫৮-১,
তাইজুল : ৫-০-৪৩-১,
সৌম্য : ৪-০-২১-০,
শান্ত : ০.১-০-২-০।
ফল : শ্রীলংকা ৩ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort