নারায়ণগঞ্জে অযৌক্তিক ভাবে বাসভাড়া বৃদ্ধি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ করে সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে ও ধীমান সাহা জুয়েলেন সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মন্টু, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সংগঠক আবু নাইম খান বিপ্লব, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক শহীদুল আলম নান্নু ও সামাজিক সংগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা।
রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের মাফিয়ারা হাজার কোটি টাকার পাহাড় গড়ে তুললেও পরিবহন থেকে চাঁদা খাওয়ার লোভ ছাড়তে পারেন না। মাফিয়াদের এই চাদার কারণে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ এই পরিবহন সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে রয়েছে। তারা কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে যখন-তখন ইচ্ছে মতো ভাড়া বারিয়ে নেয়। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫০ টাকা করার দাবি জানিয়ে জেলার সকল রুটে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানান। রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের বাস মালিকরা জানান, চাঁদা থেকে তারা মুক্তি পেলে ভাড়া ৪০ টাকার কম নিলেও তাদের লাভ থাকবে। চাঁদাবাজরা নারায়ণগঞ্জে শুধু যাত্রী নয় বাসমালিকদেরকেও জিম্মি করে রেখেছে। তিনি আরটিসির চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসককে দ্রুত নারায়ণগঞ্জ জেলার সকল রুটের ভাড়া যৌক্তিক ভাবে নির্ধারণের আহবান জানান।
তিনি বলেন, বিআরটিসি সরকারী সেবা মূলক প্রতিষ্ঠান হওয়ার পরেও স্থানীয় পরিবহন সিন্ডিকেটের সাথে আতাত করে তারা ভাড়া নির্ধারণ করে। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসের ভাড়া ৪৫ টাকা করার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে সে সময়ে দেশে এর দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে সরকার কার্যত জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিপিসি যেখানে জ্বালানি তেলে সাত বছরে ৪৮ হাজার কোটি টাকা মুনাফা করেছে সেখানে চার মাসে ৮ হাজার কোটি টাকা লোকসান দেয়ার অজুহাতে মূল্য বৃদ্ধি অন্যায় ও গণবিরোধি। সমাবেশ শেষে একটি মিছিল শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে।