আওয়ামী লীগ থেকেই নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে লড়তে চাইছেন ৫ প্রার্থী। যারা প্রত্যেকেই নারায়ণগঞ্জ জেলায় দলটির সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, ‘দলের কাছে মনোনয়ন চাওয়া হবে। দল মনোনিত করলেই নির্বাচনে অংশ নিবে’।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ আক্টবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই যে যার মতো দৌড় ঝাপ করছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এবারের নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম এখন পর্যন্ত ৫ জনের নামে সংগ্রহ করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম বিতরণ করবে আওয়ামী লীগ। দিন যত সামনে এগিয়ে যাবে, ততই দীর্ঘ হতে পারে প্রার্থীদের নামের তালিকা।
এখন পর্যন্ত এ তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, দলীয় মনোনয়নের জন্য আবেদন করতে ফর্ম সংগ্রহ করা হয়েছে। দল আমাকে চূড়ান্ত করলে নির্বাচনে অংশ নিবো।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল লাইভ নারায়ণগঞ্জকে জানান, ৪ সেপ্টেম্বর সকালে তাঁর জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করে এনেছেন তার ছেলে।
তবে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমি মনোনয়ন ফর্ম এখনও সংগ্রহ করি নাই। তবে, আমাকে পছন্দ করে, এমন কোন কর্মী হয় আমার জন্য কিনেছেন। আমি জেনে তারপর বলতে পারবো।