পবিত্র ঈদুল আজহার পূর্ববর্তী ৩ দিনের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১১ স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।আগামী ২২ মে (বৃহস্পতিবার) হাট গুলোর সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হবে।
গত ২০ জুন দরপত্র আহ্বান করে নারায়ণগঞ্জ সড়র উপজেলা থেকে সিডিউল বিক্রি শুরু করা হয়।
অস্থায়ী পশুর হাটগুলো হলো- গোগনগর ইউনিয়ের নতুন সৈয়দপুরের আলী আকবর সাহেবের নিজস্ব ভূমি, সৈয়দপুর ইউনিয়নের বাড়িরটেক ৩নং ওয়ার্ডের নিটরিফ্লাক্স সংলগ্ন আব্দুর রহমানের নিজেস্ব ভূমি, গোগনগর ইউনিয়নের সমিল সংলগ্ন আলী আকবর বেপারীর জমি, গোগনগর ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বের মাঠ, গোগনগর ইউনিয়নের বাদশা মিয়ার নিজেস্ব জমি, বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন পশ্চিমপাড়ে খালি জমি, কাশীপুর ব্রীজ সংলগ্ন মাঠ, কুতুবপুরের পাগলা তালতলা সংলগ্ন প্যারাডাইস সিটি মাঠ, কুতুবপুর ইউনিয়নের শান্তিধারা এলাকার হাজী আব্দুর রাজ্জাক বেপারীর মার্কেট সংলগ্ন খালি জায়গা, কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এসবি গার্মেন্টস এর দক্ষিন পাশের সুরুজ মিয়ার ভারাটকৃত খালি জায়গা ও কুতুবপুর ইউনয়নের ভূইগড়ের কবির হোসেনের নিজেস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাট।
এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় আরও ১০টি হাট ইজারা দিয়েছে সিটি করপোরেশন।