নারায়ণগঞ্জ আমলাপাড়া হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিনকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী এক বিবৃতিতে জানান, গভর্নিং বডি’র সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নিলুফা ইয়াসমিনকে বরখাস্ত করা হয়েছে।
তিনি জানান, বরখাস্তকৃত নিলুফা ইয়াসমিন স্কুলের বিভিন্ন আর্থিক অনিয়ম ও শৃঙ্খলা বিরোধী কাজের সাথে সম্পৃক্ত ছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিধিমালা-১৯৭৯ অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। এরআগে গত ২৬শে ফেব্রæয়ারি নিলুফা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে চ‚ড়ান্ত বরখাস্ত করা হয়েছে। কলেজের অধ্যক্ষ শীতল কান্তি সাহা জানান, নিলুফা ইয়াসমিনকে প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজ না করার জন্য বিভিন্নভাবে মৌখিক নির্দেশ প্রদান করা হয়েছে। কিন্তু সে এ ব্যাপারে সতর্ক না হওয়ায় গভর্নিংবডি’র সভায় সর্বসম্মতিক্রমে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ব্যাপারে বরখাস্তকৃত শিক্ষক নিলুফা ইয়াসমিনের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।