মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩, ৪.১১ এএম
  • ৯৪ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ শহর ও সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান ও র‌্যাব-১১’র মেজর সানরিয়া চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি মো: সুমন।

মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ শহর ও সদর উপজেলায় পরিচালিত হয়।

 

সেলিমুজ্জামান জানান, অভিযানের সময় অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অপরাধে ফতুল্লার কুতুবপুরে জান্নাত কায়নাত ফুডস লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪২ ধারায় ১ লাখ টাকা, মাহমুদ পুরে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য তৈরির অপরাধে ৪৩ ধারায় মিম প্লাস্টিক কারখানাকে ৪৩ ধারায় ৩০ হাজার টাকা, নয়ামাটি আপন ফুডসকে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা ও নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজকে অবৈধ প্রক্রিয়ায় ভোজ্যতেল সয়াবিন উৎপাদন, বিক্রি ও মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে ৪৩ ও ৪৪ ধারায় ৩ লাখ টাকা, শহরের তামাকপট্টি এলাকায় মেসার্স খাদিজা ফুড প্রোডাক্টকে ল্যাব ও কেমিস্ট না থাকায় ও উপাদান নিয়ে মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং সদর উপজেলার সৈয়দপুরে সিটি অয়েল লিমিটেডকে ১ লাখ ২০ হাজার টাকা মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort