নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির তিন কর্মী দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে তারা এ জবানবন্দি প্রদান করে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু।
জবানবন্দি দেওয়া আসামিরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্যনরসিংহপুর এলাকার আবদুল জলিলের ছেলে আবদুস সাত্তার (২২), রূপগঞ্জ উপজেলার সিংলাবো এলাকার হারুন অর রশিদের ছেলে রাজীব (৩৮) ও আড়াইহাজার উপজেলার রাম চন্দ্রদী এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৮)।
এদিকে মামলার অপর সাত আসামিকে এক দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।