আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষন শুরু হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় মো. মাহাবুবুর রহমান সরকার,জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,নারায়ণগঞ্জ প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে প্রাথমিক পর্যায়ে ২০ আগষ্ট হতে ৩১আগষ্ট পর্যন্ত দশকার্য দিবস মেয়াদি জেলার প্রতিটি উপজেলায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সহ মোট ৬৪ জন হিসেবে পাঁচ টি উপজেলায় ৬ টি ভিডিপি ও টিডিপি প্রশিক্ষনে সর্বমোট ৩৮৪ জন প্রশিক্ষণার্থী গ্রাম ভিত্তিক ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কোর্সে অংশ গ্রহন করছেন।