“দূর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা, র্যালী ও মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল পিপিএম (বার) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার।
পরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে নারায়ণগঞ্জ সিভিল ডিফেন্সের উপ-সহকারী প্রকৌশলী ফখরুদ্দিনের পরিচালনায় মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ার উদ্দেশ্য, আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলে অগ্নি নির্বাপন, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও জরুরি বহির্গমনের সময় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করণীয় সম্পর্কে সম্যক ধারনা লাভ করা।