শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৩.৩৫ এএম
  • ৬৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

রূপগঞ্জের ১২৮টি কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা মার্কা নিয়ে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক পেয়েছেন ১লাখ ৫৬হাজার ৪৮৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজাহান ভুইয়া, স্বতন্ত্র (কেটলি) পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট, তৃনমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার (সোনালী আশ) পেয়েছন ৩হাজার ১৯০ ভোট।

রোববার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, তারাব ও কাঞ্চন পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৮১৭। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন ও নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭২০ জন। এখানে দুজন উভয় লিঙ্গের ভোটার রয়েছেন। নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী।

তারা হলেন, গোলাম দস্তগীর গাজী (নৌকা, আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার (সোনালী আঁশ, তৃণমূল বিএনপি), শাহাজাহান ভুইয়া (কেটলি, স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (ঈগল, স্বতন্ত্র), মো: হাবিবুর রহমান (আলমিয়া, স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (গোলাপ ফুল, জাকের পাটি), মো: সাইফুল ইসলাম (লাঙ্গল, জাতীয় পাটি), মো: জয়নাল আবেদীন চৌধুরী (ট্রাক, স্বতন্ত্র), একেএম শহিদুল ইসলাম (চেয়ার, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)।

এই আসনে গাজী, শাজাহান ও তৈমূরের বাইরে শুধু জাতীয় পার্টির প্রার্থীর সাইফুল ইসলামের কিছু গণসংযোগ চোখে পড়লেও বাকি প্রার্থীদের কোনো তৎপরতা দেখেননি রূপগঞ্জবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort