নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, বিএনপি জানে নির্বাচনে জিততে পারবে না। তাই ওরা একটি তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। শামীম ওসমান নেত্রীকে বলেছেন, নারায়ণগঞ্জ হল দ্বিতীয় গোপালগঞ্জ। এখানে কোন অপশক্তি থাকতে পারবে না। শনিবার (২৮ অক্টোবর) শামীম ওরমানের নেতৃত্বে আমরা ঢাকার রাজপথ প্রকম্পিত করেছি। নেতা বলেছেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করো। আমরা করলাম।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ওরা চায় বঙ্গোপসাগরের একটি অংশ। ওরা চায় সেন্টমার্টিন দ্বীপ। ওরা চায় বাংলাদেশে ঘাটি করে দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করতে। ওরা আমাদের বৃটিশ আমলে নিয়ে যেতে চায়। আমরা তাদের মোড়লগিরি মানি না।
খোকন সাহা বলেন, কিছু হলেই ওরা আমেরিকার দূতাবাসে যায় প্রেসক্রিপশন আনতে। ভোট এদেশের জনগণ দেবে। আমেরিকা দেবে না। ওদের দেশে প্রতি মাসে দুই এক’শ লোক মারা যায়। সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় না, হয় আমার দেশে।
তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকারের কথা অনেকে বলেন। ব্যারিষ্টার মওদুদ হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপিল করেছিল। কোর্ট তা বাতিল করে দেয়। পৃথিবীর কোথাও তত্বাবধায়ক ব্যাবস্থা নেই।
তিনি বলেন, সারা পৃথিবীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। আমেরিকায় ট্রাম্পের অধীনে নির্বাচন হয়েছে সেখানে বাইডেন জিতেছে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীলের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এডভোকেট মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি সাদাত হোসেন সাজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানি, জেলা স্বেচ্ছাবেকলীগ নেতা জুয়েল হোসেন প্রমুখ।